প্রথম ভারতীয় হিসেবে দু’বার হ্যাটট্রিক কুলদীপের

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:১৩

পরপর তিন বলে তিন উইকেট, কথাটা শুনতে সহজ হলেও বাস্তবায়ন করা কঠিন। অনেক গ্রেট বোলারই ক্যারিয়ার শেষ করেছেন একটি হ্যাটট্রিক করতে না পারার আক্ষেপ নিয়ে। সেখানে ভারতীয় চায়নাম্যান বোলার কুলদীপ যাদব নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। কারণ একবার না, এ হ্যাটট্রিক তিনি করলেন দুইবার। বিশাখাপত্তমে শুরুতে ব্যাট করে রানের পাহাড় গড়েছে ভারত। তবে ওয়েস্ট ইন্ডিজকে বিরাট কোহলির দল ছাড় দেয়নি বল হাতেও। এরই মাঝে কুলদীপ করেন অভিনব কীর্তি, ক্রিকেট ইতিহাসের যে ঘটনা ঘটেছেই হাতেগোণা কয়েকবার! পরপর তিন বলে তিনজনকে আউট করে পূর্ণ করেন হ্যাটট্রিক। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছিলেন কুলদীপ। অ-১৯ পর্যায়েও হ্যাটট্রিক করার কীর্তি আছে তার। উইন্ডিজের বিপক্ষে এ ম্যাচে প্রথমে আউট করেন ম্যাচে ছড়ি ঘোরাতে থাকা উইন্ডিজের শেষ আশা শেই হোপকে। পরের বলে জেসন হোল্ডারকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন। পরপর দুই বলে দুই উইকেট অনেক দেখা গেলেও হ্যাটট্রিকের দেখা মেলে না সহসাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও