জাতীয় ক্রিকেট দল ছেড়ে মাইলসের হাল ধরেছিলাম: হামিন

সমকাল প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ২০:৩৫

ব্যান্ডশিল্পী হামিন আহমেদ। মাইলস ব্যান্ডের হাত ধরেই রক মিউজিকে যাত্রা শুরু করেন তিনি। ব্যান্ড গিটারিস্ট এবং ভোকালিস্টের পাশাপাশি গীতিকার ও সুরকার হিসেবেও পরিচিত হামিন। গানের পাশাপাশি খেলার মাঠেও ছিল তার পদচারণা। একটা সময় বিভিন্ন ক্লাব থেকে শুরু করে জাতীয় দলের হয়ে ক্রিকেটও খেলেছেন এ শিল্পী। তবে সঙ্গীতের নেশা পেয়ে বসেছে পরিবারের সূত্র থেকেই। হামিন আহমেদের মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। হামিন আহমেদের ভাই শাফিন আহমেদ যিনি মাইলস ব্যান্ডের একজন দীর্ঘদিনের সদস্য। মা ফিরোজা বেগমের হাত ধরেই গানের সঙ্গে পথচলা। এ প্রসঙ্গে হামিন আহমেদ বলেন, ‘আমার গানে হাতেখড়ি হয়েছে বাবা-মার কাছে। মা ১৪ বছর বয়সেই আমাকে গিটার কিনে দিয়েছিলেন। তখনকার সময়ে মা ছিলেন আমার গানের সবসময়কার শ্রোতা এবং সমালোচক।’ মা-বাবার অনুপ্রেরণা এবং নিজের চেষ্টায় আজ তিনি প্রতিষ্ঠিত। মাইলস ব্যান্ডের ৪০ বছরের বেশি সময়ের যাত্রায় হামিন আহমেদের হয়েছে নানা অভিজ্ঞতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও