![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/12/18/653cdf19b0093f8851317071b0ae0059-5df99ff939a6a.jpg?jadewits_media_id=1493513)
কলেজে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ রাখা উচিত: সফটব্যাংক সিইও
প্রথম আলো
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৯:৪০
বর্তমান যুগটাই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। এ ক্ষেত্রে এগিয়ে যাওয়ার এখনই সময়। জাপানের সফটব্যাংক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়োসি সন তাই মনে করেন। গতকাল মঙ্গলবার জাপানের এক অনুষ্ঠানে সফটব্যাংক সিইও বলেন, কলেজে ভর্তি পরীক্ষায় আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাধ্যতামূলক বিষয় করা উচিত।