![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2016/05/12/813c527fe2fb0474aefa37d1b98f8971-jessor.jpg?jadewits_media_id=587524)
মোজার ভেতর ছিল ১০ কেজি রুপা
প্রথম আলো
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৯
যশোরের শার্শা উপজেলার গোগা এলাকার মাঠে এক ব্যক্তি বিজিবির ধাওয়া খেয়ে পায়ের একটি মোজা ফেলে পালায়। পরে মোজার ভেতর পাওয়া যায় ১০ কেজি রুপা। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার করা রুপার বাজার মূল্য ৭ লাখ ৮৪ হাজার টাকা।