বাড়ির ক্রিসমাস ট্রিতে ১০ ফুটের অজগর, খুশিতে ডগমগ নারী

এনটিভি প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ১৫:১০

বড়দিনের উৎসবমুখর মৌসুমে অনাহূত এক দর্শনার্থীর দেখা পেয়ে পিলে চমকে গেছে এক অস্ট্রেলিয়াবাসী নারীর। লিয়ানি চ্যাপম্যান নামের ওই নারীর নিজ বাসস্থানের ব্যালকনিতে রাখা ক্রিসমাস ট্রি পেঁচিয়ে বসে ছিল যেনতেন কেউ নয়, ১০ ফুট লম্বা এক অজগর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। ব্রিসবেনের বাসিন্দা চ্যাপম্যান জানান, বারান্দা থেকে বুচার পাখি তাড়াতে গিয়েছিলেন তাঁর সঙ্গী। সে সময় একপর্যায়ে পাখিদের ভিডিও করা শুরু করেন চ্যাপম্যানের সঙ্গী। ঠিক তখনই ক্রিসমাস ট্রিতে থাকা অজগরটি তাঁর চোখে পড়ে। শুরুতে অজগর দেখে আঁতকে ওঠেন চ্যাপম্যান ও তাঁর সঙ্গী। কিন্তু প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে তাঁরা খেয়া

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে