গুলিতে জখম দিল্লির ৩ ছাত্র, গুলির কথা অস্বীকার পুলিশের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:৩২
দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদকারীদের দিকে পুলিশ গুলি ছুড়েছিল কি না, তা নিয়ে বির্তক দেখা দিয়েছে। রোববার ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন দক্ষিণপূর্ব দিল্লির বাসিন্দারা প্রতিবাদে নেমেছিল, তখন পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশসহ শতাধিক শিক্ষার্থী আহত হন। দিল্লির সরকারি সফদারজং হাসপাতালের মেডিকেল সুপার এনডিটিভিকে জানিয়েছেন, জামিয়ার দুই প্রতিবাদকারী গুলির জখম নিয়ে তাদের হাসপাতালে ভর্তি হয়েছেন।