১৯৭৫-এর পর থেকেই সচেতন বাঙালির আক্ষেপ ছিল মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্ব এবং মুক্তিযুদ্ধের অন্যতম শক্তি ‘জয় বাংলা’ স্লোগান কার্যত নির্বাসিত হওয়ায়। দীর্ঘ রাজপথের আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে একটি দেশের যখন জন্ম হয় তখন অত্যন্ত তাৎপর্যময় হয়ে ওঠে তার বিভিন্ন পর্যায়ের স্লোগান। স্লোগান শুধু স্লোগান থাকে না- হয়ে যায় ইতিহাসের আকর সূত্র। কোনো কোনো স্লোগান খণ্ডিত সময় আর বিষয়বস্তুকে ধারণ করে আবার কোনোটির ভেতর সামগ্রিকতা খুঁজে পাওয়া যায়। এ স্লোগান থেকেই প্রজন্ম চলে যেতে পারে ইতিহাসের নির্দিষ্ট সময়কালে। ধারণ করতে পারে তাৎপর্য। জয় বাংলা স্লোগান মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্ব থেকেই উচ্চারিত হচ্ছিল। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু জয় বাংলা বলেই তার বিস্ময়কর ভাষণ শেষ করেছিলেন। আর পুরো মুক্তিযুদ্ধে জয় বাংলা ছিল বাঙালির অগ্নিমন্ত্র। তাই আমরা মনে করি, যুগের পর যুগ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা জীবন্ত রাখতে জয় বাংলা হতে পারে প্রতীকী স্লোগান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.