kolkata news: কলকাতায় ক্রিসমাস উৎসব পালিত হচ্ছে ১৭৫ ধরে। ওই অনুষ্ঠানে ক্যারোল গাওয়া হয়ে থাকে। যার অন্যথা হয়নি এবারও। কিন্তু এবার সকলকে চমকে দিয়ে ওই অনুষ্ঠানে ক্যারোল গাওয়া হয়েছে বাংলায়। লরেটোর সন্ন্যাসিনীরা কোরাসে সেই ক্যারোল গান।