খেলোয়াড়ি জীবনে লোয়ার অর্ডারে নেমে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের জন্য বিশেষ পরিচিত ছিলেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ রফিক। ওপরের সারির ব্যাটসম্যানরা যখন ব্যর্থতার মিছিলে শামিল হতেন, তখন নিচের দিকে নেমে চার-ছক্কায় গ্যালারি গরম করতেন রফিক। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরেও কমেনি ব্যাটের সেই ধাঁর। যার প্রমাণ মিললো আরও একবার। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বিশেষ প্রীতি ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন রফিক। তার ব্যাটে ভর করেই ৭ উইকেটের জয় পেয়েছে শহীদ মুশতাক একাদশ। আজ (সোমবার) সকালে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান করে শহীদ জুয়েল একাদশ। সর্বোচ্চ ৫২ রান করেন এহসানুল হক সিজান। এছাড়া সজল চৌধুরী ৪৬, শাহরিয়ার হোসেন ৩২, মিনহাজুল আবেদিন নান্নু ১৬, নাইমুর রহমান দুর্জয় ৫ ও খালেদ মাহমুদ সুজন ৩ রান করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.