হুইলচেয়ারে বসে বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র বা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড’র (সিআরপি) বিশেষ চাহিদা সম্পন্নরা। সোমবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে তারা শ্রদ্ধা নিবেদন করেন। আশরাফুল আলম নামে এক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বাংলানিউজকে বলেন, প্রতি বছরের মতো আমরা বিজয় দিবস ও জাতীয় দিবসে এখানে এসে শ্রদ্ধা জানাই। জাতির শ্রেষ্ঠ সন্তানেরা তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে স্বাধীন বাংলাদেশ আমাদের দিয়ে গেছেন তা নিয়ে আমরা স্বপ্ন দেখি। মহান বীরদের যে অসম্পূর্ণ স্বপ্ন তা বাস্তবায়নে আমরা নতুনভাবে অঙ্গীকারবদ্ধ হই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.