You have reached your daily news limit

Please log in to continue


চুলকানিতে করণীয়

বিভিন্ন কারণে শরীরে চুলকানি বা বডি ইচিংয়ের সমস্যা হতে পারে। সঠিকভাবে চিকিৎসা না করালে রোগ জটিল আকার ধারণ করতে পারে।যাদের ত্বক খুব শুষ্ক, শীতকালে যখন ময়েশ্চার কমে যায়, তখন চুলকানি সমস্যা হতে পারে। এ ছাড়া রক্তশূন্যতা, ডায়াবেটিস, হরমোন ও থাইরয়েডজনিত সমস্যা থাকলে গা চুলকাতে পারে। একই সঙ্গে সিস্টেমিক রোগ, যেমন- অবসট্রাকটিভ জন্ডিস, লিভার সমস্যা থেকে ইচিং হতে পারে।শীতকালে স্ক্যাবিজ বেশি হয়। একজনের কাছ থেকে আরেকজনে ছড়িয়ে যায়। এক ধরনের পরজীবী দিয়ে এটা হয়। রাতে যখন বেশি চুলকানি হয়, আমরা ভাবি স্ক্যাবিজ হতে পারে।সোরিয়াসিস রোগ থেকেও চুলকানি হয়। এক ধরনের সোরিয়াসিস হয় ছোট ছোট, দানা দানা। সোরিয়াসিস যদি ঠিকমতো চিকিৎসা করা না হয়, তাহলে সমস্যা হয়। তাই ইচিংকে উপেক্ষা করা যাবে না।অনেকে মনে করেন চুলকাচ্ছে, হয়তো ভালো হয়ে যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন