![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2019%2F12%2F14%2Fbank-error-photo.jpg%3Fitok%3Dm7CZb4Kx)
ভুল করে নারীর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকল ৪ কোটি ডলার
এনটিভি
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ১২:৪৫
ভুল করে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রাপ্তির বিষয়টি নতুন কিছু নয়। অনেকের ক্ষেত্রেই এমনটি ঘটেছে। কিন্তু হুট করে যখন দেখবেন, আপনার অ্যাকাউন্টে হাজার-লাখ পেরিয়ে যুক্ত হয়েছে কোটি ডলার, তখন চোখ কপালে না উঠে উপায় নেই। এমনই একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের বাসিন্দা রুশ বেলুনের জীবনে। তাঁর অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় চার কোটি ডলার। রাতারাতি ‘ভার্চুয়াল মিলিয়নেয়ার’ হয়ে রীতিমতো হতভম্ব ওই নারী। সংবাদ সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল গতকাল শুক্রবার জানায়, রাতারাতি ‘মিলিয়নিয়ার’ বনে যাওয়া রুশ বেলুন জানান, লেগ্যাসি টেক্সাস ব্যাংকে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখার জন্য গিয়েছিলেন তিনি।