পোর্টল্যান্ডে অবকাশ
প্রথম আলো
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৩
পোর্টল্যান্ড আমেরিকার উত্তর পশ্চিমের রাজ্য ওরেগানের বড় নগরী। বলা হয়, পোর্টল্যান্ড নগরীতে আমেরিকার যুবক ও তরুণেরা অবকাশ যাপনে যায়। হুদ পর্বত উপত্যকার এ নগরীর অন্যান্য বিশেষত্বের সঙ্গে পরিবেশের জন্যও বেশ পরিচিত। এ ছাড়া পার্ক, সেতু, বাইকিং প্যাথ, হাইকিং ট্রেইল ইত্যাদির জন্য বেশ জনপ্রিয় নগর এটি। তিনজনের জন্য অনেক আগেই প্লেনের টিকিট কেটে রেখেছিলেন রেজওয়ান। যাব উষা, আমি আর ফারহান। আগে টিকিট কাটলে...