![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2019/12/13/image-113326-1576164733.jpg)
বিশ্বমানের গবেষণা নিয়ে ভাবতে হবে
সব সময় আমরা একটা ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করে থাকি। এই পরিবর্তন যদি দেশের গৌরব ও সমৃদ্ধির সঙ্গে সম্পৃক্ত থাকে তবে তো কথাই নেই! মানুষই পারে কল্পনার জগত্ সৃষ্টি করতে। ভাবনাটা কাল্পনিক ও স্বপ্ন বলে মনে হতে পারে। কিন্তু এ কথাও আমাদের স্মরণ রাখতে হবে, কল্পনা আর স্বপ্ন একদিন সম্ভাবনা ও সফলতার জন্ম দেয়। উলটোভাবে একটা বিষয় আমরা ভাবতে পারি। কল্পনা করুন, আমরা গবেষণায় অনেক বেশি এগিয়ে গেছি। আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশগুলো থেকে আমাদের দেশে মাস্টার্স, পিএইচডি করার জন্য তাদের শিক্ষার্থীরা হুমড়ি খেয়ে পড়েছে! এটাকে একটা অসম্ভব কল্পনা ও স্বপ্ন বলে মনে হতে পারে। কারণ এর বিপরীত ঘটনাটাই ঘটছে।
- ট্যাগ:
- মতামত
- গবেষণা
- সফলতা
- ইতিবাচক দিক
- ইতিবাচক চিন্তা