নরসিংদীতে চতুর্থ দিনে গড়াল পাটকল শ্রমিকদের আমরণ অনশন
নরসিংদীতে মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে টানা চতুর্থ দিনের মতো চলছে পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি। কনকনে শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন শ্রমিকরা। রাতভর কাথা বালিশ নিয়ে মিল গেটের সামনে অবস্থান করেছেন তাঁরা। দাবি আদায় না হলে তাঁরা ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন। মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফার দাবিতে গত মাসের ২৩ তারিখ থেকে আন্দোলন করছেন শ্রমিকরা। বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুট মিলসের শ্রমিকরা মিল গেটের সামনে এ কর্মসূচি পালন করছেন। পাটকলগুলোতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় পাঁচ হাজার শ্রমিক রয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.