এফডিসির জসিম ফ্লোরে গতকাল বাদ জোহর হয়ে গেল সদ্য প্রয়াত খ্যাতিমান চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানের কুলখানি। চলচ্চিত্র চিত্রগ্রাহক সংস্থার আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিলে সংগঠনটির সভাপতি আবদুল লতিফ বাচ্চু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মজনু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, অভিনেতা ও নির্মাতা আলমগীর, বাপ্পারাজ, নায়ক সম্রাট, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, শাহ আলম কিরণ, এজে রানা, ইস্পাহানী আরিফ জাহান, এস এ হক অলীক, মোহাম্মদ হোসেন জেমী, প্রযোজক আলীমুল্লাহ খোকন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খানসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অন্য সংগঠনের সদস্যরাও অংশ নেন। সকলে মাহফুজুর রহমান খানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। উল্লেখ্য, গত ৫ই ডিসেম্বর দিবাগত রাত ১২টা ২৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল ৭০ বছর। বাংলা চলচ্চিত্রে তার মতো গুণী একজন চিত্রগ্রাহকের শূন্যতা অপূরণীয় বলে মনে করেন মিডিয়া সংশ্লিষ্টরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.