বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। শুরুর ৩ ওভারে মাত্র ১২ রান দিয়েছিলেন তিনি। কিন্তু নিজের শেষ ওভারে এক লেগবাইসহ দিলেন ২৬ রান। শ্রীলংকার অলরাউন্ডার দাশুন সানাকার এক ঝড়ে শেষ দিকে তছনছ হয়ে গেছে রংপুর রেঞ্জার্স। কুমিল্লা ওয়ারিয়র্স তাদের বিপক্ষে তুলেছে ৭ উইকেটে ১৭৩ রান।অথচ শুরুর ৩৭ রানে ৩ উইকেট এবং ৮৯ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কুমিল্লা। কিন্তু শেষ দিকে কুমিল্লার অধিনায়ক সানাকা দুর্দান্ত ঝড় তোলেন। শেষ তিন ওভারে তারা তুলে নেন ৬৫ রান। এর মধ্যে ইনিংসের ১৮তম ওভারে ১৬ রান নেন তারা। ১৯তম ওভারে মুস্তাফিজের বল থেকে নেন ২৬ রান। আর শেষ ওভারে জুনায়েদ খানের বল থেকে আসে ২৩ রান।যে কুমিল্লার দেড়শ' রান হওয়া নিয়ে শঙ্কা ছিল তারাই কি-না গড়ল বড় ইনিংস। টি-২০ ফরম্যাটে রান উঠতে বেশি সময় লাগে না সেটাই প্রমাণ দিলেন দাশুন সানাকা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.