আর্থিক সেবা খাতের পরিস্থিতি

দেশ রূপান্তর মোহাম্মদ আবদুল মজিদ প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ১১:০৯

সাম্প্রতিককালে দেশে ব্যাংক ও ব্যাংকের শাখা অনেক বেড়েছে। মোবাইল ব্যাংকিংয়েরও প্রসার ঘটেছে। আর্থিক সেবা প্রদানের হারও বেড়েছে। তবে দেশের মোট জনসংখ্যা ও পরিধির তুলনায় আর্থিক সেবা প্রদানের এই হার পর্যাপ্ত নয়। দেশে পাঁচ হাজারের বেশি অধিক ইউনিয়নের তুলনায় ৫৫টি ব্যাংকের মোট নয় হাজার শাখা পর্যাপ্ত নয়। শহরকেন্দ্রিক ব্যাংকের শাখা বেশি হওয়ায় অনেক ইউনিয়নে কোনো ব্যাংকের শাখা নেই। প্রতিটি ইউনিয়নে ৭০০-৮০০ পরিবার বাস করলেও একটি বা দুটির বেশি ব্যাংকের সেবা তারা পায় না। বাংলাদেশে সেবাপ্রাপ্তির ব্যয়ও অনেক বেশি। আওতা অধিভুক্তি অন্তর্ভুক্তির বিচারে বাংলাদেশের ব্যাংকিং বা আর্থিক সেবার যথেষ্ট ঘাটতি রয়েছে এ কথা বলা বাহুল্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও