বায়ু দূষণের মহাযজ্ঞ চলছেই | বৃথা সব আলোচনা-পরিকল্পনা
যমুনা টিভি
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৭
ইটভাটা, পুরানো যানবাহন ও অনিয়ন্ত্রিত উন্নয়ন পরিকল্পনাকে দায়ী করা হয় বায়ুদূষণে। ঢাকার বাতাসে ক্ষতিকর কার্বন, সুক্ষ কণা ছড়িয়ে দিচ্ছে এসব উৎস। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের দাবির পরও বন্ধ হয়নি বায়ুদূষণ। তানভীর মোর্শেদের ক্যামেরায় রাসেল আহমেদের তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয়টি আজ।