যা সিমরন যা, কর লে আপনি পিএইচডি! সৃজিতের শাহরুখ-স্মরণ
ঘরোয়া আয়োজনে রেজিস্ট্রি করে গত শুক্রবার ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির ঘরনি হয়েছেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। পরদিন শনিবারই মধুচন্দ্রিমা যাপনে পাড়ি দিয়েছেন বরফের দেশ সুইজারল্যান্ডে। তবে মধুচন্দ্রিমাই একমাত্র উদ্দেশ্য নয়। সঙ্গে কাজকর্মও সারবেন। আগেই সৃজিত জানিয়েছিলেন, জেনেভার একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডি রেজিস্ট্রেশন করবেন। আর সে কারণেই মধুচন্দ্রিমার জন্য আল্পস পর্বতঘেরা ওই দেশকে বেছে নিয়েছেন তাঁরা। এক ঢিলে দুই পাখি। ভারতীয় এক গণমাধ্যমের খবর, গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে সুইজারল্যান্ডে তোলা মিথিলার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। তবে ইনস্টাগ্রামে শ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.