৩৮ আরোহী নিয়ে চিলির সামরিক বিমান উধাও
বণিক বার্তা
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ১১:০৫
অ্যান্টার্কটিকার পথে থাকা চিলির একটি সামরিক উড়োজাহাজের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিমানটিতে ৩৮ জন যাত্রী ছিলো বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। খবর, বিবিসি বিবিসি অনলাইন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ৫৫ মিনিটে অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে চিলির দক্ষিণের শহর পুনটা অ্যারেনাস ত্যাগ করে সি-১৩০ হারকিউলিস বিমানটি।তবে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত কোন প্রকার যোগাযোগ করা সম্ভব হয়নি।বিমানটিতে আরোহীদের মধ্যে ২১ জন ছিলেন যাত্রী, বাকিরা ক্রু। স্থানীয় নিউজ এজেন্সি থেকে জানা গেছে, যাত্রীদের মধ্যে তিনজন বেসামরিক কর্মকর্তাও রয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সামরিক বিমান নিখোঁজ
- চিলি