কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইরাকে বিক্ষোভকারীদের ওপর দুর্বৃত্তদের হামলা, নিহত ২০

মানবজমিন প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০

ইরাকে বিক্ষোভকারীদের ওপর অজ্ঞাত বন্দুকধারীর হামলার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। রাজধানী বাগদাদে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর শুক্রবার রাতে হটাৎ করেই এই বন্দুক হামলার ঘটনা ঘটে। ঘটনায় আরো ১৩০ জন গুলিবিদ্ধ হয়েছেন। একইসঙ্গে হামলাকারীরা ছুরি দিয়েও তাহরির স্কয়ারে আন্দোলনকারীদের আহত করে। হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন ইরাকি কর্মকর্তারা। দেশটির গত কয়েক সপ্তাহব্যাপী সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে এটিই ছিল সব থেকে রক্তাক্ত ঘটনা। হামলার সময় বন্দুকধারীরা পিকআপে করে আসে। এরপর হামলাকারীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে ব্রাশফায়ার করতে থাকে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা নিশ্চিত হওয়া যায়নি। ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন হামলাকারীদের দুর্বৃত্ত বলে আখ্যায়িত করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও