মাবিয়ার স্বর্ণ জয়
সময় টিভি
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৯, ১৩:০৯
এসএ গেমসে টানা চার দিনের স্বর্ণ খরা মেটালেন মাবিয়া আক্তার সীমান্ত। ভারোত্তোলনে নারীদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মাবিয়া। গেল বার এসএ গেমসে ৬৪ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জয়ের পর আবারো দেশের হয়ে পদক জিতলেন এই স্বর্ণ কন্যা। নারী ৭৬ কেজি ওজনে শ্রেণিতে প্রথমে ৭৫ কেজি ওয়েট তোলেন মাবিয়া। এরপর তার হাত দিয়ে ওঠে ৮০ কেজি। তবে তৃতীয় এটেম্পে ব্যর্থ হন তিনি। স্ন্যাচ ইভেন্টে তার চেয়ে তিন কেজি ওজন বেশি তুলে এগিয়ে যান শ্রীলঙ্কার প্রিয়ন্থি। মাবিয়া আক্তার সীমান্তকে স্বর্ণ পদক জিততে হলে ক্লিন এন্ড জার্কে টপকাতে হত তাকে। সাফল্যের সঙ্গেই সেই বাধা টপকে স্বর্ণ জয় করেন মাবিয়া। এর আগে মেয়েদের ৮১ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য জিতেছেন বাংলাদেশের জহুরা খাতুন নিশা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
৩ বছর, ৪ মাস আগে
৩ বছর, ৪ মাস আগে
৫ বছর আগে