এসএ গেমসে স্বর্ণবিহীন আরেকটি দিন
এনটিভি
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৯, ০৮:১০
এসএ গেমসে প্রথম দুদিনই আলো ছড়িয়েছে বাংলাদেশ। দুদিনেই জিতেছে চারটি স্বর্ণ। এর পর আর এখন পর্যন্ত স্বর্ণের মুখ দেখেনি লাল-সবুজরা। গতকাল শুক্রবারও বিবর্ণ ছিলেন বাংলাদেশের প্রতিযোগীরা। গলফ, ভারোত্তোলন ও শুটিংয়ে সর্বোচ্চ প্রাপ্তি রুপা জয়। এ ছাড়া সাঁতার থেকে শুরু করে কোনো ইভেন্টেই আলো ছাড়াতে পারেননি কেউ। এদিন সব মিলিয়ে সাতটি করে রুপা ও ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। অবশ্য এর মধ্যে পিস্তলে বাংলাদেশের হয়ে প্রথমবার রুপা জিতে বিশেষভাবে নজরে ছিলেন আরদিনা ফেরদৌস আঁখি। ১০ মিটার এয়ার পিস্তলে ২৩৪ দশমিক ৬ স্কোর গড়ে রুপা জিতেন আঁখি। ২৩৮ দশমিক ৪ স্কোর নিয়ে স্বর্ণ জেতেন ভারতের পারমানানথাম। গলফের ব্যক্তিগত ও দলীয়
- ট্যাগ:
- খেলা
- স্বর্ণ
- এস এ গেইমস
- নেপাল