জমিদার দেওয়ান আলী রাজা চৌধুরীর দ্বিতীয় সন্তান ছিলেন হাসন রাজা
ইন্ডিপেন্ডেন্ট ২৪
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৯, ১৩:১৫
মরমী সাধক লোকশিল্পী হাসন রাজার ৯৭তম প্রয়াণ দিবস আজ। জন্মস্থান সুনামগঞ্জের দিরাইয়ে অনেকটা নিভৃতেই পালন হচ্ছে তাঁর মৃত্যুদিবস। ভক্ত অনুরাগীদের মতে, মৌলিকত্বের কারণে হাসন রাজার গান এই বাংলার সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাই স্মৃতি ধরে রাখতে আরও জোরালো উদ্যোগ নেয়ার দাবি তাদের।