You have reached your daily news limit

Please log in to continue


কারওয়ান বাজারে কমলা দামে সস্তা

কেজি ১০০, কেজি ১০০। আজ শুক্রবার ছুটির দিনে সকালে রাজধানীর কারওয়ান বাজারের ফুটপাতের এক কমলা বিক্রেতা হাঁক ছেড়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছিলেন। দোকানির ভ্যানগাড়িটিতে ছোট আকারের কমলার ছড়াছড়ি। তার হাঁকডাক শুনে ছুটির দিনে কাঁচাবাজারসহ অন্যান্য বাজার করতে আসা অনেকেই ঢুঁ মেরে নেড়েচেড়ে কমলার মান ভালো কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। একজন ক্রেতা ৮০ টাকা কেজিতে বিক্রি করবেন কি না-জিজ্ঞাসা করলে দোকানি চোখেমুখে রাজ্যের বিরক্তি প্রকাশ করে বলেন, কয়েকদিন আগেও ২০০-২৩০ টাকা কেজি বিক্রি হয়েছে। নিতে হলে একদাম ১০০ টাকা কেজি দরেই কিনতে হবে বলে সাফ জানিয়ে দিলেন দোকানি। দোকানির সঙ্গে আলাপকালে জানা গেল, ভুটানে উৎপাদিত এ কমলা তিনি কারওয়ান বাজার থেকে কিনে এনে বিক্রি করেছেন। এক ক্যারেট (২২-২৩ কেজি) কমলা এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮০০ টাকা দরে কিনে এনেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন