এস এ গেমসে ফুটবলে হার দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট হারাতে হয়েছে। অবশেষে তৃতীয় ম্যাচে আর হতাশ হতে হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে অবশেষে জয়ে ফিরল জেমি ডের শিষ্যরা। আজ বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের পক্ষে একমাত্র গোলটি করেন মাহবুবুর রহমান সুফিল। এই জয়ের মাধ্যমে আসরে পদকের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। দুই ম্যাচে টানা দুই জয়ে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে আছে নেপাল। তিন ম্যাচে একটি জয়, এক হার ও এক ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। এদিন ম্যাচের একাদশ মিনিটেই বাংলাদেশকে এগিয়ে নেন সুফিল। ডান দিক থেকে অধিনায়ক জামাল ভূঁইয়ার বাড়ানো বল ধরে ক্রস প্রতিপক্ষের ডি-বক্সে আগাতে থাকেন সাদউদ্দিন। কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডার সাদকে আটকে দিলে তিনি বল ঠেলে দেন সুফিলকে। সতীর্থের থেকে পাওয়া বল সহজেই জালে ঠেলে দিয়ে গোল আদায় করে নেন তিনি। এর পরও বেশ কয়েকবার সুযোগ আসে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.