বিতর্কিত নাগরিকত্ব বিলে ভারতের মন্ত্রিসভার অনুমোদন

মানবজমিন প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৯, ০০:০০

বিতর্কিত নাগরিকত্ব বিলে ভারতের মন্ত্রিসভা অনুমোদন বুধবার অনুমোদন দিয়েছে। এবার আগামী সপ্তাহে বিলটি পাস করানোর জন্য সংসদে পেশ করা হবে। এই বিলে আফগানিস্তান পাকিস্তান, বাংলাদেশ থেকে  ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে চলে আসা অ-মুসলিম শরণার্থীদের (হিন্দু, পার্সি, শিখ, খ্রিস্টান) নাগরিকত্ব দেবে সরকার। ধর্মের ভিত্তিতে কেন ওই ভেদাভেদ, তা নিয়ে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে দেশটির অধিকাংশ বিরোধী দল। এনআরসি’র ফলে আসামে ও পশ্চিমবঙ্গে হিন্দুদের মধ্যে প্রবল অনিশ্চয়তার আতঙ্ক তৈরি হয়েছে। বিজেপি  নেতৃত্বের মতে, এরই প্রভাব দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের উপনির্বাচনে। সে কারণে দল দ্রুত নাগরিকত্ব নিয়ে আতঙ্ক কাটাতে এই বিলটি সংসদে পাস করাতে চাইছে। সমপ্রতি রাঁচীতে এক সভায় অমিত শাহ জানিয়ে দিয়েছেন, ২০২৪ সালের আগে গোটা দেশে জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) তৈরি করবে সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও