কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চতুর্থ দিন যেমন গেল বাংলাদেশের

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৯, ২০:৩৬

১৩তম এসএ গেমসের চতুর্থ দিনের ইভেন্ট শেষ। ক্রিকেটে ছেলে ও মেয়েদের দুই বিভাগেই জয় পেয়েছে সৌম্য-সালমারা। কারাতে থেকে ভালো খবরও দিয়েছেন অ্যাথলেটরা। বাকি ইভেন্টগুলোতে হতাশার পাশাপাশি পদক পেয়েছে বাংলাদেশ। ব্যাডমিন্টনের মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে নেপালকে ২১-১৩, ২১-১৭ পয়েন্টে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ। নবীন শ্রেষ্ঠা-নানজাল তামাংকে হারান মোহাম্মদ সালমান খান ও উর্মি আক্তার জুটি। আগামীকাল সেমিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মেয়েদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে এলিনা সুলতানা ও শাপলা আক্তার জুটি ২১-১২, ২১-১৪ পয়েন্টে ভারতের জুটির কাছে হারেন। বৃষ্টি-রেহেনা জুটি ২১-১৪, ২১-১৮ পয়েন্টে হারেন। ছেলেদের এককের কোয়ার্টার-ফাইনালে সিবগাত উল্লাহ নেপালের রত্নজিৎ তামাংয়ের কাছে ২১-১৩, ২১-৯ পয়েন্টে এবং মেয়েদের এককের কোয়ার্টার-ফাইনালে এলিনা শ্রীলঙ্কার দিলমি দাসের কাছে ২১-৮, ২১-১০ ব্যবধানে হেরেছেন। হালচুক আর্মড পুলিশ ফোর্স স্টেডিয়ামে মেয়েদের কাবাডিতে স্বাগতিক নেপালের কাছে ৩৬-২৫ পয়েন্টে হেরেছে বাংলাদেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও