You have reached your daily news limit

Please log in to continue


চীনের মুসলিমদের নির্যাতনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নতুন আইন

মুসলিম সংখ্যালঘুদের উপর চীনের নির্মম নির্যাতনের প্রক্ষিতে বেইজিংয়ের উপর চাপ তৈরির জন্য একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভ৷ উইগুর হিউম্যান রাইটস পলিসি অ্যাক্ট ২০১৯ নামের বিলটির পক্ষে ৪০৭ জন কংগ্রেস সদস্য ভোট দিয়েছেন৷ বিপক্ষে দিয়েছেন মাত্র একজন৷ এটি এরই মধ্যে সেনেটেও পাস হয়েছে৷ শিক্ষা ক্যাম্পের নামে উইগুর, কাজাখসহ ১০ লাখ সংখ্যালঘুর উপর চীনের আচরণকে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে বিলটিতে৷ মুসলিমদের শিবির যেভাবে চালায় চীন নির্দেশনা চীনের শিনজিয়াং রাজ্যের বিভিন্ন ক্যাম্পে প্রায় দশ লাখ মুসলমান বন্দি রয়েছেন৷ এসব ক্যাম্প কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে ২০১৭ সালে একটি নির্দেশনা দিয়েছিল কর্তৃপক্ষ৷ রবিবার ১৭টি গণমাধ্যমে একযোগে সেটি প্রকাশিত হয়েছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ‘ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস’ আইসিআইজে-কে এই নির্দেশনাটি দিয়েছে৷ মুসলিমদের শিবির যেভাবে চালায় চীন স্বেচ্ছায় নয়, বাধ্য করা হয় চীন সরকারের দাবি, এসব ক্যাম্পে মুসলমানরা স্বেচ্ছায় প্রশিক্ষণ নিতে যান৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন