সিটি স্ক্যানে গুরুতর কিছু ধরা না পড়ায় চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন এসএ গেমসের কারাতের মেয়েদের কুমিতে স্বর্ণজয়ী মারজান আক্তার প্রিয়া।কাঠমান্ডুর ব্লু ক্রস হাসপাতালের জরুরি বিভাগে অর্থো সার্জন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রাজ্জ্বল মানে চিকিৎসা শেষে জানিয়েছেন, সব রিপোর্ট স্বাভাবিক। কোনো সমস্যা নেই। তবে তাকে আপাতত তাকে কয়েকদিন বিশ্রামে থাকতে হবে। এর আগে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা গণমাধ্যমকে জানান, রিপোর্ট নরমাল এসেছে। ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। বলেছে, সমস্যা নেই। তারপরও ডাক্তার ওকে দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন। এরপর সবকিছু ঠিক থাকলে ছাড়পত্র দেবেন।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.