স্বর্ণকন্যা মারজান শঙ্কামুক্ত - সেমি লিডঅন্যান্য খেলা - চ্যানেল আই অনলাইন ৪ ডিসেম্বর, ২০১৯ ১৪:৫১ কারাতে মেয়েদের দলগত কুমি চলাকালীন সময়ে বুধবার মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হওয়া সোনাজয়ী মারজান আক্তার পিয়া শঙ্কামুক্ত। এ স্বর্ণকন্যা অ্যাথলেটের শঙ্কামুক্ত অবস্থার কথা জানিয়েছে কারাতে ফেডারেশন ও সংশ্লিষ্ট চিকিৎসক। কারাতে ফেডারেশনের জেনারেল সেক্রেটারি কায়াও সু হলা জানান, ‘দলগত ফাইনালের সময় প্রতিপক্ষের আঘাতে কানের নিচের অংশে চোট পান মারজান। তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত ব্লু ক্রোস হাসপাতালে নেয়া হয়। চিকিৎসার পর সে এখন শঙ্কামুক্ত।’ বিজ্ঞাপন হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাজওয়াল মান শ্রেষ্ঠা বলেছেন, ‘আমরা তাকে পরীক্ষা করছি। পেইনকিলার দেয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.