![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2019/12/04/142346keya.jpg)
চার বছর পরে ফিরছেন কেয়া
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৯, ১৪:২৩
চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া চার বছর ধরে অভিনয়ে নেই জনপ্রিয়। ২০১৫ সালে ব্ল্যাকমানি ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন সবশেষ। এরপর পর্দায় তার দেখা পায়নি দর্শক। তার ভক্তদের জন্য সুসংবাদ। আবারও অভিনয়ে ফিরছেন কেয়া। চলতি সপ্তাহে ‘ইয়েস ম্যাডাম’ নামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করবেন শিপন মিত্র। আর ছবিটি পরিচালনা করছেন রাকিবুল আলম রাকিব। ছবিটি অ্যাকশন ধর্মী। এর নাম ভূমিকায় আছেন কেয়া নিজেই। আগামী ২০ ডিসেম্বর ঢাকার একটি শুটিং স্পটে কাজ শুরু হবে। এরপর ডিপজলের বাগানবাড়িতে টানা কাজ চলবে। আর আগামী বছরের জানুয়ারিতে এটির দৃশ্যধারণ হবে রাঙ্গামাটিতে। কেয়া ও শিপন ছাড়াও ইয়েস ম্যাডাম ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আমান রেজা, রেসি ও তানা।