![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2018/07/30/f51ad28883d56f39eddf769946324408-5b5e9508aae9e.gif?jadewits_media_id=1358296)
জেগে ঘুমালে ঘুম ভাঙাবে কে?
বিরোধী দল সরকারের বিরুদ্ধে কোনো ধর্মঘট ডাকার সাহস না পেলেও এই দুই সাবেক মন্ত্রী পেয়েছিলেন। এখন তাঁরা মন্ত্রী নেই। তাই সরকার গত নভেম্বরে পরিবহন আইন কার্যকর করার উদ্যোগ নিলে ফের তাঁরা মাঠে নামেন। আইনের বিভিন্ন অসংগতির কথা বলে ঠেকিয়ে রাখার চেষ্টা করেন। রাজীব ও দিয়া হত্যা মামলার বিচারের রায় নিয়ে লিখেছেন সোহরাব হাসান