![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/12/04/9ec8aded2f43bca08a00574a12ca5b9f-5de74d2b08f60.jpg?jadewits_media_id=1489981)
অদ্বিতীয় অদিতির নতুন সূচনা
প্রথম আলো
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৯, ১২:০৫
শিল্পী অদিতি মহসিনের সংগীতজীবনের দুই দশক উদ্যাপিত হতে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যা ছয়টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘অরুণ আলোর অঞ্জলি’ নামের এ আয়োজন করেছেন তাঁর অনুরাগী ও ভালোবাসার মানুষেরা। উচ্চকিত এ আয়োজন নিয়ে অনুচ্চ স্বরে শিল্পী বলছিলেন, ২০ বছর একজন শিল্পীর জন্য কিছুই না। হয়তো এরপর থেকেই হতে পারে অন্য রকম সূচনা।