শিকারিদের ফাঁসের জালে কোটি কোটি ইলিশের পোণা!

সময় টিভি প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৯:৩০

প্রজনন মৌসুমে মা ইলিশের ছাড়া ডিম ইলিশের পোনায় রূপান্তরিত হয়ে সমুদ্র ও নদী মোহনায় বিচরণ করে প্রায় ৮ মাস। তবে ঘোপসহ অবৈধ সূক্ষ্ম ফাঁসের জাল ফেলে মাছ শিকারিরা প্রতি বছর কোটি কোটি ইলিশের পোনা ধ্বংস করে এ সময়। এ বছরও একটি মহল অবৈধ এ জাল ফেলতে নদী মোহনায় কাজ শুরু করেছে। তবে প্রশাসনের দাবি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিরোধ করা হবে।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে