চাঁদপুরে ইলিশের সরবরাহ কমলেও দেশি মাছের প্রাচুর্য
সময় টিভি
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৯, ১০:৩২
চাঁদপুরের পাইকারি বাজারে দেশি প্রজাতির মাছের সরবরাহ বেড়েছে। ইলিশের সরবরাহ কমে গেলেও চাষ করা দেশি মাছে বেশ জমজমাট। আর সরবরাহ বাড়ায় ব্যবসায়ী ও শ্রমিকরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ইলিশ মৌসুমের শেষ সময়,তাই সরবরাহ একেবারেই কম। ইলিশ নির্ভর পাইকারি এ মাছের বাজার এখন নানা প্রজাতির মাছে ভরা। পাশের জেলা শরীয়তপুর,লক্ষ্মীপুরসহ বিভিন্ন স্থান থেকেও ব্যাপারিরা মাছের চালান নিয়ে চাঁদপুরে আসছেন। দেশি প্রজাতির চাষ করা এসব মাছের মধ্যে রয়েছে- রুই,কাতল,মৃগেল,তেলাপিয়াসহ নদীর পোয়া মাছও।