‘দেশে আরো সিনেপ্লেক্স দরকার’
বর্তমানে সিনেমার কাজ নিয়েই বেশি ব্যস্ততা নুসরাত ফারিয়ার। ‘আশিকী’, ‘বাদশা’, ‘বস-২’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’, ‘ইন্সপেক্টর নটি কে’, ‘বিবাহ অভিযান’ ছবিগুলোতে দর্শকরা তার অভিনয় দেখেছেন। ফারিয়া অভিনীত বেশকিছু সিনেমা দর্শকরা পছন্দও করেছেন। বর্তমানে বেশ কয়েকটি সিনেমা নিয়ে বেশ আলোচনায় রয়েছেন তিনি। ঢালিউড কিংখ্যাত তারকা শাকিব খানের সঙ্গে প্রথমবার ‘শাহেনশাহ’ নামের ছবিতে অভিনয় করেছেন। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া দীপংকর দীপনের নতুন ছবি ‘অপারেশন সুন্দরবন’র কাজ খুব শিগগিরই শুরু করতে যাচ্ছেন তিনি। নুসরাত ফারিয়া বলেন, ১২ই ডিসেম্বর থেকে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার কাজ শুরু হবে। এর জন্য এরইমধ্যে নানা প্রস্তুতিও গ্রহণ করেছি। সুন্দরবনে শুরু হবে শুটিং। আর তা টানা চলবে। বনের মধ্যে শুটিং। তাই কিছুটা ভয়তো আছেই। তবে আমি খুব উচ্ছ্বসিত এ কারণে যে, এমন ভালো একটি প্রোজেক্টে কাজ করবো। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবের ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি হুইলারের অর্থায়নে নির্মাণ হচ্ছে এই সিনেমা। এর বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে নুসরাত ফারিয়া আরো বলেন, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে একসময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিল। যার ফলে এ জায়গাটি নিয়ে সাধারণ মানুষের ভয় ছিল। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারতো না। এখন সুন্দরবন দস্যুশূন্য। র্যাবের এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মাণ হবে ছবিটি। এর আগে দীপংকর দীপনের পরিচালনায় ‘ঢাকা ২০৪০’ সিনেমার শুটিং করেছেন ফারিয়া। এ সিনেমায় তার বিপরীতে বাপ্পি চৌধুরী অভিনয় করছেন। ইতিমধ্যে সিনেমাটির বেশকিছু অংশের কাজ হয়েছে বলে জানান ফারিয়া। এদিকে নতুন কাজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আরটিভি ‘স্টার ক্যাম্পাস’ এর একটি অনুষ্ঠানে ইতালি যাবো। আর কলকাতায় ‘ভয়’ সিনেমার কিছু অংশের কাজ বাকি আছে। এ ছবির গল্পটি থ্রিলার ঘরানার। বলতে গেলে বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের মানুষজনকে নিয়ে চিন্তার কারণে মানুষ কিভাবে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে সেটাই এ ছবির প্রেক্ষাপট। ছবিটি পরিচালনা করছেন ভারতের রাজা চন্দ। এতে আমার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অঙ্কুশ হাজরা। এ ছবির বাকি কাজ শুরু হবে আগামী ৫ই জানুয়ারি। বর্তমানে ফারিয়ার হাতে বেশকিছু ভালো কাজেরও প্রস্তাব আছে। ভেবে-চিন্তে সেসব করতে চান বলে জানান তিনি। এ অভিনেত্রী এর আগে যৌথ প্রযোজনার ছবিতে অঙ্কুশের বিপরীতে কাজ করলেও এবার কলকাতার প্রোডাকশনে প্রথমবার কাজ করছেন তিনি। এর আগে ফারিয়ার ‘বিবাহ অভিযান’ ছবিটি প্রথমে ভারতে এবং পরে বাংলাদেশে মুক্তি পায়। এটি ছাড়াও এর আগে অঙ্কুশের ‘আশিকী’ নামের একটি ছবিতেও অভিনয় করেছেন ফারিয়া। ‘ভয়’ এর পর বাংলাদেশে নতুন কোনো সিনেমায় তাকে দর্শকরা নতুন বছরে দেখতে পাবেন কি ? জবাবে ফারিয়া বলেন, অবশ্যই। সম্প্রতি ইফতেখার চৌধুরীর নাম চুড়ান্ত না হওয়া নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। এ ছবির কাজও সামনে শুরু হবে। এছাড়া আরো বেশকিছু সিনেমা নিয়ে কথা চলছে। ভালো গল্প আর ভালো বাজেটের সিনেমাতে কাজ করার ইচ্ছেটা আমার বেশি। আর সেই ধরনের সিনেমাগুলোতেই যুক্ত হওয়ার চেষ্টা করছি। নতুন বছরে বেশকিছু সিনেমা দর্শকরা প্রেক্ষাগৃহে দেখতে পাবেন। এদিকে বর্তমানে সিনেমার সংখ্যা কমে গেছে। সিনেমা হলও বন্ধ হয়ে যাচ্ছে। এ বিষয়ে ফারিয়ার ভাষ্য, দর্শকদের ভালো সিনেমা নিয়মিত উপহার দিতে হবে। তা না হলে দর্শকতো সিনেমা হল বিমুখ হবেই। তবে আমার বিশ্বাস, এখনো বেশকিছু ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। নতুন বছরে এসব সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেলে অবশ্যই দর্শক সিনেমা হলে আসা আবারো শুরু করবে। নুসরাত ফারিয়া চলচ্চিত্র ব্যবসার উন্নতির লক্ষ্যে সিনেমা হলের উন্নয়নের উপর বেশ গুরুত্ব দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সিনেমা হল আধুনিকায়নের পাশাপাশি দেশে আরো সিনেপ্লেক্স দরকার।