![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1/uploads/media/2016/12/03/6869c48eba141710d6af546372f92576-58423ae4614b4.jpg?jadewits_media_id=156837)
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বাস্তবায়নে বাজেট শূন্য!
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৭:৫৮
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন হয়েছে ২০১৩ সালে। তবে গত ৬ বছরেও সংশ্লিষ্ট খাতের বাজেটে বরাদ্দ রাখা হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবন্ধী নাগরিকের অধিকার ও সুরক্ষায় সামাজিক নিরাপত্তার আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটা বড় অঙ্কের টাকা যায়। এর একটা অংশ সামাজিক সুরক্ষার আওতায়...