অসীম সাহা’র কবিতা ‘ফিরে দেখা’
পূর্ব পশ্চিম
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৭
বাতাসে উড়ছে, উড়তে থাকুক জ্যোৎস্নায় ভেজা চুল রাত্রিপ্রহরে আকাশে ফুটছে লক্ষ তারার ফুল--- এর মাঝখানে একটি সে-গ্রহ-নক্ষত্রের ডালে ঝুলে আছে দেখে---বজ্রপতনে কেন তুমি চমকালে? অথচ তোমার সোনালি ফিতেয় বসে আছে নীল পরি হাওয়াতে দুলছে মিনিটের...