নেপালের এসএ গেমসে দ্বিতীয় দিনেই প্রথম স্বর্ণপদকের দেখা পেল বাংলাদেশ। কাটমান্ডু-পোখারায় চলমান ১৩তম আসরের তায়কোয়ান্দোতে স্বর্ণ পদক পেলেন বাংলাদেশের দীপু চাকমা। ২ ডিসেম্বর, সোমবার সকালে এ পদক পেয়েছেন দীপু। তায়কোয়ান্দো ২৯+ পোমসে ইভেন্টে সোনা জেতেন তিনি। ভারতের প্রতিযোগীকে হারিয়ে আনন্দে ভাসেন রাঙামাটির দীপু! পোডিয়ামে দাঁড়াতেই বেজে ওঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এবারের গেমসে বাংলাদেশের এটিই প্রথম স্বর্ণপদক! দীপু চাকমা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন ২০০৫ সাল থেকে। এই সাফল্যের পর জানাচ্ছিলেন, 'এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সব সময় দেশকে কিছু দিতে চেষ্টা করেছি। এবার স্বপ্ন পূরণ হলো।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.