চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ প্রত্যাহার করা হয়েছে। ফলে পূর্ব নির্ধারিত ক্লাস, পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে। আজ সকাল ১১টায় শাখা ছাত্রলীগের সভাপতি ও সিএফসির গ্রুপের নেতা রেজাউল হক রুবেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট আসবেন তাই অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তিনি চলে যাওয়ার তিনদিন পরও যদি সমাধান না হয় আবার আন্দোলনে ফিরে যাবেন তারা। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।বিশ্ববিদ্যালয় প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, আন্দোলনকারীরা মৌখিকভাবে অবরোধ প্রত্যাহার করেছে। ভিসির সঙ্গে বসে চূড়ান্তভাবে প্রত্যাহার করবে। সবধরনের ক্লাস, পরীক্ষা পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। শাটল ট্রেনও স্বাভাবিকভাবে চলাচল করবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.