খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিএনপির আমলে মোংলা বন্দরে কোনও কাজ হয়নি, বন্দরকে ধ্বংস করার সব পরিকল্পনা করেছিল তারা। চাঁদাবজির ভয়ে কোনও ব্যবসায়ী আসতো না এই বন্দরে। কোনও শিল্পকারখানাও হয়নি তখন। বিএনপি রাষ্ট্র ক্ষমতাকালীন নাব্য সংকটে এই বন্দরে...