শান্তিচুক্তির ২২ বছর: কতটা শান্তি ফিরলো পাহাড়ে?
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২২ বছর আজ ২ ডিসেম্বর (সোমবার)। তবে বহু কাঙ্ক্ষিত এই চুক্তির সব ধারা বাস্তবায়ন নিয়ে আছে বিতর্ক। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষ থেকে চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার জন্য সরকারকেই দায়ী করা হচ্ছে। অন্যদিকে সরকার বলছে, শান্তির জন্য অস্ত্র সমর্পণের শর্ত তারা বিগত ২২ বছরেও পূরণ করেনি। শান্তিচুক্তির এই দুই পক্ষের দাবি পরস্পরবিরোধী হলেও পাহাড়ে কাঙ্ক্ষিত মাত্রায় শান্তি যে ফেরেনি, তা নিয়ে তেমন মতভেদ নেই।সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যেসব শর্তে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর এই শান্তিচুক্তি করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার, তার দুই-তৃতীয়াংশ এরই মধ্যে বাস্তবায়ন করা হয়েছে। পাহাড়ি জনগোষ্ঠীর পক্ষে চুক্তিতে সই করা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কাছে সরকারের প্রধান শর্ত ছিল শান্তির জন্য অস্ত্র সমর্পণ। এই শর্ত বিগত ২২ বছরেও তারা পূরণ করেনি।অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শীর্ষ নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য সরকারকেই দায়ী করে আসছেন।