যবিপ্রবির ভর্তি কার্যক্রম পরিচালনায় ‘ওয়ানস্টপ সার্ভিস’
বণিক বার্তা
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৯, ০৩:০৪
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণদের ভর্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ‘ওয়ানস্টপ সার্ভিস’ পদ্ধতিতে। এ পদ্ধতিতে বিভিন্ন স্থানে না গিয়ে একটি কক্ষেই ভর্তির সব কার্যক্রম শেষ করা হচ্ছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে প্রথমবারের মতো ‘এ’ ইউনিটে উত্তীর্ণদের এ পদ্ধতিতে ভর্তি করা হয়।