অদিতি মহসিনের ২০ বছর পূর্তি উপলক্ষে ‘অরুণ আলোর অঞ্জলি’
স্বনামধন্য রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন সংগীত জীবনের ২০ বছর পাড়ি দিয়েছেন। তার এই সমৃদ্ধ সংগীত জীবনকে উদযাপন করতে আগামী ৬ই ডিসেম্বর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘অরুণ আলোর অঞ্জলি’ শীর্ষক অনুষ্ঠান। এ বিষয়ে গতকাল দি ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ খান সেমিনার হলে দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পর্ষদের সমন্বয়ক সৈয়দ আপন আহসান এবং সদস্য সাদিয়া আফরিন মল্লিক। ৬ই ডিসেম্বর ‘অরুণ আলোর অঞ্জলি’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, এমপি। সভাপতিত্ব করবেন রামেন্দু মজুমদার। অনুষ্ঠানে অদিতি মহসিন তার পছন্দের গান গেয়ে শোনাবেন। অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করছে এক্সপ্রেস ইভেন্টস লিমিটেড এবং ডিজিটাল কমিউনিকেশন পার্টনার হিসেবে রয়েছে ডিজিটাল এক্সপ্রেশানস।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.