জাতীয় পার্টির জাতীয় সম্মেলন ২৮শে ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। গতকাল রাজধানীর বনানী জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে দলটির প্রেসিডিয়াম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সর্বসম্মতি ক্রমে প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে দলের প্রার্থী মনোনীত করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য এম. এ. সাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মো. আবুল কাশেম, সৈয়দ আবু হোসেন বাবলা, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, মুজিবুল হক চুন্নু, অ্যাডভোকেট সালমা ইসলাম, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ। চেয়ারম্যানের বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন রওশন আরা মান্নান, শরিফুল ইসলাম জিন্নাহ, লিয়াকত হোসেন খোকা, আহসান আদেলুর রহমান, নুরুল ইসলাম তালুকদার, পনির উদ্দিন আহমেদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.