কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সুদের হার এক অঙ্কে নামিয়ে আনতে কমিটি

ব্যাংক খাতে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।কমিটির অন্য সদস্যরা হলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান, রূপালী ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ, আইএফআইসি ব্যাংকের এমডি শাহ এ সারওয়ার ও এনআরবি ব্যাংকের এমডি মেহমুদ হোসেন। জানা গেছে, কমিটি একটি সুপারিশমূলক প্রতিবেদন তৈরি করবে। সেই প্রতিবেদনেই ওঠে আসবে ২০২০ সালের জানুয়ারি থেকে এক অঙ্কের সুদের হার কীভাবে কার্যকর করা যায়। শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে আজ রোববার সরকারি ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের কাছে এই কমিটি গঠনের কথা বলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন