চ্যানেল আই চেতনা চত্বরে চলছে ‘ব্যান্ড ফেস্ট’
দেশ মাতৃকাকে বিশ্বের কাছে তুলে ধরে বিজয়ের উৎসবকে রঙিন ও স্মরণীয় করতে গত পাঁচ বছরের ধারাবাহিকতায় চ্যানেল আই চেতনা চত্বরে আজ শুরু হয়েছে দিনব্যাপী ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৯’। সকাল ১১টা ৫ মিনিটে শুরু হয়েছে ব্যান্ড ফেস্ট, চলবে বিকাল ৫টা পর্যন্ত। ফেস্ট মাতাচ্ছে দেশের নামীদামী ১৮টি ব্যান্ড। কবুতর উড়িয়ে ফেস্টের উদ্বোধন করেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের পরিচালক মুকিত মজুমদার বাবু, তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসানসহ উপস্থিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও ব্যান্ড শিল্পীরা। ব্যান্ড ফেস্টের শুরুতেই দুটি গান গেয়ে মঞ্চ মাতিয়েছে আইয়ুব বাচ্চুবিহীন এলআরবি। কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর হাত ধরেই চ্যানেল আইয়ের চেতনা চত্বরে শুরু হয়েছিলো ‘ব্যান্ড ফেস্ট’। তিনি বলেছিলেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই ব্যান্ড ফেস্ট থাকবে’। আইয়ুব বাচ্চু নেই, কিন্তু তাকে স্মরণ করে ৬ষ্ঠ বারের মতো চলছে ব্যান্ড ফেস্টের এই আয়োজন। এবারের ফেস্টে অংশ নিচ্ছে মোট ১৮টি ব্যান্ড। এরমধ্যে আছে এলআরবি, ফিডব্যাক, অবসকিওর, আর্ক, ভাইকিংস, ওয়ার সাইট, ধ্রুবতারা, দলছুট, শিরোনামহীন, পার্থিব, আরবোভাইরাস, মেকানিক্স, হইচই, সিম্ফনি, জলের গান, ব্ল্যাক মুন, তীরন্দাজ ও মেট্রিক্যাল। অনুষ্ঠানটি চ্যানেল আই ও চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এবারের ফেস্টটি নিবেদন করেছে স্বপ্ন ও ইয়ামাহা। পাওয়ার্ড বাই নন্দন। ব্যান্ড ফেস্ট উপস্থাপনা করছেন অপু মাহফুজ ও দিলরুবা সাথী। পরিচালনায় অনন্যা রুমা।