সিগন্যাল অমান্য করে রেল লাইনে ট্রাক, ট্রেনের ধাক্কায় চালক নিহত
মানবজমিন
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৯, ১২:৩৮
রাজধানীর কাওরানবাজারে এফডিসি গেট সংলগ্ন রেল ক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। শনিবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তেজগাঁও থানার ওসি শামিম আর রশিদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।ওসি জানান, সিগন্যাল অমান্য করে পণ্যবাহী একটি ট্রাক রেল ক্রসিংয়ে উঠে পড়ে। এ সময় ট্রেনের একটি ইঞ্জিন তেজগাঁও স্টেশনে যাওয়ার পথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক মারা যান।তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তেজগাঁও থানার ওসি শামিম অর রশিদ তালুকদার।ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত ট্রেনটি ঘটনাস্থল থেকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর আগে